শান্ত বিছানায়, গভীর রাতে, রাতপোহানী আলো মেদুরতা নিয়ে গড়িয়ে পড়ে।
বিষন্নতা, অভিমান, আবেগ, দুখের আগোছালো খাতাগুলো, আলোর উত্তাপে সেঁকে নিই।
বিনিদ্রতায় উপভোগ করি খেয়ালি মাড়োয়াকে।
স্পর্শসুখে ঝাপটে আসে বিলায়েতি আলাপ।
আলো, তুমি রোজ এসো এমন করেই, ভালবাসার আতর হাওয়া গায়ে নিয়ে।
Tags:
বাংলা কবিতা

